চট্টগ্রাম

চমেক হাসপাতালে ভারতফেরত রোগীর মৃত্যু

(Last Updated On: )

করোনাকালে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরা চন্দন কান্তি আইচ (৪২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। 

চন্দন কান্তি আইচ বাঁশখালী থানার পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মৃত মনিন্দ কান্তি আইচের ছেলে। ব্রেইন টিউমারের চিকিৎসা করাতে তিনি সম্প্রতি ভারত গিয়েছিলেন।   

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া সিভয়েসকে বলেন, ‘মার্চ মাসে ব্রেইন টিউমারের চিকিৎসার উদ্দেশে চন্দন ভারত যান। চিকিৎসা শেষে সম্প্রতি ভারত থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে তিনি দেশে আসেন।’ 

শীলব্রত বড়ুয়া আরও জানান, সীমান্তে কোভিড-১৯ পরীক্ষায় চন্দনের নেগেটিভ ছিল। তবে তার অবস্থা গুরুতর বলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান।