জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নারীর মরদেহ উদ্ধার

(Last Updated On: )

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক কোয়ার্টার থেকে এক নারীর মরদের উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ জাবেদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

হল সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের চাকরি করতেন জন্টু মৃধা। স্ত্রীকে নিয়ে তিনি শহীদুল্লাহ্ হলের আবাসিক কোয়ার্টারে বসবাস করতেন। জন্মের সময় তাদের নবজাতক সন্তান মারা যায়। এরপর থেকেই সন্তানের শোকে ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।

হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, ‘আজকে সকালে আমাদের হলের আবাসিক কোয়ার্টারে এক মহিলার মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ এসে নিয়ে গেছে। মহিলার স্বামী মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের চাকরি করত।’