প্রবাস

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

(Last Updated On: )

দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের নিউর‌্যানন্ডসে সন্ত্রাসীরা নোয়াখালীর এক যুবককে গুলি করে হত্যা করেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নিউর‌্যনন্ডস এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত জাহাঙ্গীর আলম (৩৫) নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মনির হোসেন সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের ভাই মনির জানান, সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ নিয়ে দোকানে এসে হামলা চালায়। এময় সন্ত্রাসীরা গুলি করলে আমি নিজেকে রক্ষা করতে চাইলে একপাশে মৃদু গুলি লাগে। এসময় আমার বড় ভাই দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি গুলি করলে তিনি দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।