চট্টগ্রাম

দলের দুঃসময়ে কর্মীরাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন-পাঁচলাইশে মোছলেম এমপি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )


পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন বি ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ২২ জানুয়ারি ২০২২ ইং শনিবার বিকাল ৪টায় পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম ইয়াকুব আলী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।
মতবিনিময় সভায় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী বান্ধব সংগঠন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, ৭৫ পরবর্তী ২১ বছরের কালো অধ্যায় মোকাবিলা করা সহ দলের দুঃসময়ে কর্মীরাই দলের হাল ধরেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। আজকে যে বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে যে সংগ্রাম চলছে তাতেও নেতাকর্মীরা নেত্রীর হাতকে শক্তিশালী করতে সব সময় ভূমিকা রাখে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে পৌছিয়ে দেওয়ার যে গুরুদায়িত্ব সেটিও অতিতের ন্যায় নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। সকল মতবিরোধ ভুলে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস শাকুর ফারুকী, পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম জমির উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. মোজাহেরুল আলম, আ’লীগ নেতা সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, আশেকানে আউলিয়া কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
উপস্থিত ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য নুরুল কবির, এ ইউনিট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আবু, বদিউল আলম বদি, আবদুর শুক্কুর পাঁচলাইশি, এস এম জাহাঙ্গীর আলম, আবদুল আউয়াল, বঙ্গবন্ধু মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লায়ন শারমিন সুলতানা মৌ, ইয়াকুব জাবেদ, সেকান্দর হোসেন মিয়া, সেলিম হোসেন চৌধুরী, সাইফুদ্দিন বাবুল, মোহাম্মদ হাসান, মহিলা আ’লীগ নেত্রী শাহনাজ ইলিয়াস, জান্নাতুল ফেরদৌস মুন্নি, লাকি আকতার, মমতাজ বেগম, সাজ্জাদ হোসেন খান, সাইফুল ইসলাম সাইফ, ইফতেখারুল ইসলাম রিপন, আমিনুল করিম প্রমুখ।