জাতীয়

দুবলার চরে ডুবে যাওয়া জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

এবার পাথর নিয়ে মোংলা বন্দরের দুবলার চরে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে আরও একটি লাইটার জাহাজ। আজ শনিবার ভোররাতে বন্দরের ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে পশুর নদীতে সার নিয়ে এম ভি দেশ বন্ধু নামে একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনো উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরের বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া- ২’ লাইটার জাহাজ। কিন্তু ভোর রাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি।

এ সময় খবর পেয়ে কোস্ট গার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে। পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ ‘এম ভি দেশ দিগন্তে’ উঠিয়ে দেয় কোস্ টগার্ড। উদ্ধার হওয়া ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে, যোগ করেন মো. হাসানুজ্জামান।