প্রিমিয়ার লিগের ফুটবলারদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগে এবার উত্তর লন্ডনে গ্রেপ্তার হয়েছেন এক খেলোয়াড়।
আন্তর্জাতিক অঙ্গনেও খেলা ২৯ বছর বয়সী ওই ফুটবলারের নাম অবশ্য প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সোমবার তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার ২০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ আসে পুলিশের কাছে। অভিযোগে বলা হয়, ধর্ষণের ঘটনাটি ঘটে গত জুনে।
ওই ফুটবলারকে গ্রেপ্তারের পর ঘটনার তদন্ত চলছে।
গত বছরের অগাস্টে ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার বাঁজামাঁ মঁদির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ আনে চেশায়ার কনস্টাবুলারি। বান্ধবীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে এই বছরের শুরুতে গ্রেপ্তার করা হয় ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে।