বিনোদন

পশুপ্রেমের জন্য পুরস্কার পাচ্ছেন জয়া

(Last Updated On: )

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কুকুরপ্রীতির কথা অনেকেই জানেন। এবার সেই ভালোবাসার প্রতিদান পাচ্ছেন এই অভিনেত্রী। পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মতো পুরস্কার প্রদান করতে যাচ্ছে। আর সেই তালিকায় প্রথমদিকে আছেন জয়া আহসান।

এ ছাড়া ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও পুরস্কার পাচ্ছেন। গতকাল সোমবার বিশ্ব পশু দিবসে ‌‘প্রাণবিক বন্ধু’ নামের এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ জনের নাম উপস্থাপন করা হয়।

ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো এমন আয়োজন হচ্ছে। তবে করোনার কারণে এখনই পুরস্কারটি জয়ার হাতে যাচ্ছে না। এটি আগামী নভেম্বরে প্রদান করা হবে।

আরও বলা হয়েছে, ‘অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার’।