লাইফ স্টাইল

ফেলে না দিয়ে কাজে লাগান ডিমের খোসা!


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

ডিম পুষ্টি উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য। একে প্রোটিন এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। এই ডিমের খোসা আম’রা সকলেই ফে’লে দেই। কিন্তু এই ডিমের খোসার মধ্যে যেসব গুণ লুকিয়ে আছে, তা শুনলে আপনি অ’বাক হবেন।

ডিমের খোসা খুবই কা’র্যকরী জিনিস। রূপচর্চা থেকে গৃহস্থলীর নানা কাজে ডিমের খোসা ব্যবহার করা যায়। আসুন জে’নে নিই সেগুলো :

# কফির স্বাদে তেঁতো ভাব কাটাতে চাইলে, ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন।

# ডিমের সাদা অংশের স’ঙ্গে দুটি ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিন। এরপর এটি ১৫ মিনিট মুখে লা’গিয়ে রাখু’ন। তারপর উ’ষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ত্বকে লা’গান এই মি’শ্রণ। কয়েক মাসের মাথায় উজ্জ্বল ত্বক উপহার পাবেন।

# বাগানে গাছে পোকার উপদ্রব বাড়লে, গাছের গোঁড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। পোকা ধারে কাছে আসবে না। মনে রাখবেন, ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, যা আপনার গাছের স্বা’স্থ্যও ভালো করবে।

# বাসন মাজার কাজে ডিমের খোসা ব্যবহার করুন। বাসনের তেল ও পোড়া দাগ সহজে উঠে যাবে।