জাতীয়

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতার সাত বছর কারাদণ্ড


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

সাইবার আইনের মামলায় বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল রশিদের জামাতা মো. ফুয়াদ জামানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় ফুয়াদ জামান আদালতে হাজির ছিলেন।

কর্নেল রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের জামাতা মো. ফুয়াদ জামান।

২০১৮ সালের ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে ফুয়াদ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সেসঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান। এরপর ২৩ আগস্ট মো. নাজমুল হাসান পিয়াস নামে এক ব্যক্তি ধানমন্ডি থানায় এ আসামির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন।

গত ১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে পেশায় শিক্ষক ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

গত বছরের ৬ জানুয়ারি আদালত এই মামলার অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।