প্রধান পাতা

বৃক্ষ নিধনের বিরুদ্ধে লাকীর গান


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

উন্নয়নের নামে অনেক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানের গাছ কাটা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান, চট্টগ্রামের সিআরবি কিংবা সুন্দরবনের বৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এবার বৃক্ষ নিধনের বিরুদ্ধে গান গাইলেন গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা’খ্যাত লাকী আক্তার।

গানের শিরোনাম ‘গাছেদের কান্না’। লিখেছেন পাভেল পার্থ। সুর করেছেন লাকী নিজেই। সংগীতায়োজনে ছিলেন মুয়ীয মাহফুজ। মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ। বুধবার (২৮ জুলাই) লাকীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে ছাত্র ইউনিয়নের সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা প্রায়ই একটা স্লোগান দেই- প্রাণ-প্রকৃতি উজাড় করে, উন্নয়ন চাই না। পুরো দেশে অবাধে গাছ কাটা, জমি দখল এসব খবর প্রায়ই আমরা শুনি। কিছু প্রভাবশালী মানুষের সীমাহীন লোভের বলি আমাদের জমিন, আমাদের বন, আমাদের প্রাকৃতিক সম্পদ। এর বিরুদ্ধে সব খানেই মানুষের দ্রোহ আছে। লড়াই আছে। সেই বিষয়টাকে ভিত্তি করে গানটির বার্তা সাজানো হয়েছে। এ গানে গাছের কান্না কিংবা হাহাকারের সুর কিছুটা শোনা যাবে।’