প্রধান পাতা

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ৩ দোকানিকে জরিমানা

(Last Updated On: )

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় দুই হোটেল এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা মিলিটারি পুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় শাহ আমানত রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. ইসকান্দরকে ২০ হাজার টাকা, শাহগদী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. নাজিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার সংক্রান্ত আইনে মো. মোজাম্মেল হক নামের এক গুদাম মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।