প্রধান পাতা

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ২ দোকানঘর

(Last Updated On: )

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দুই দোকানঘর। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের দাশের দিঘীর পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক আয়রন থেকে আগুনের সূত্রপাত হয়ে সুজন বিশ্বাসের শতরুপা টেইলার্স ও শিক্ষক আমির হোসেনের খাজা এন্টারপ্রাইজ পুড়ে গেছে।

এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার রূপক কান্তি সরকার জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হলেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের খবর দিলে আমরা ফিরে এসেছি।