প্রধান পাতা

বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

(Last Updated On: )

বোয়ালখালীতে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ আগস্ট) উপজেলার কানুনগোপাড়ায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাত পণ্য উৎপাদন করায় মিলন সুইটসের সুমন চৌধুরীকে ১০ হাজার টাকা, ভাই ভাই বেকারির মো. আলী আকবরকে ১০ হাজার টাকা এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় শাহ আমানত অয়েল এজেন্সির আকতারুল আলমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে আদালতকে সহযোগিতা করেন চট্টগ্রাম বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও মেট্রোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয়।