বোয়ালখালীতে দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থ দন্ড, এক পল্লী চিকিৎসককের মুচলেকা গ্রহণ করে সতর্ক করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করা ও নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান প্রভৃতি অপরাধে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া বাজারে জিএস স্টোর এর স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫ হাজার টাকা অর্থদন্ড, মাস্টার মেডিকোর স্বত্ত্বাধিকারী রয়েল চৌধুরীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে পরবর্তীতে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা গ্রহণ করে সতর্ক করে দেয়া হয়।
বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকেবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ ।