বোয়ালখালীতে দ্বীপশিখা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্টিত হয়েছে। ১৪ জানুয়ারী ২০২৩ শনিবার বিকালে উপজেলার চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরকারী সিটি কলেজের এসোসিয়েট প্রফেসর সৌরভ কুমার বড়ুয়া, অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আবদুল লতিফ, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল,মানবাধিকার সংগঠক গোলাম মোস্তফা মেম্বার,চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন।
আসরের সভাপতি অধ্যাপক পুষ্প বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লবের পনিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আসরের প্রতিষ্ঠাতা ডা: মিহির বরণ বড়ুয়া,সাবেক সভাপতি দীপংকর বড়ুয়া, শোক প্রস্তাব পাঠ করেন অর্পা বড়ুয়া, সম্মেলনের দাবী নামা পাঠ করেন মমী বড়ুয়া, খেলাঘরের ঘোষনা পত্র পাঠ করেন মৈত্রী বড়ুয়া।
সাংগঠনিক অধিবেশনে অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া সভাপতি ও সরোজ বড়ুয়া পল্লবকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।
আসরের সাংষ্কৃতিক সম্পাদক অনিকা বড়ুয়া ও শ্রাবন্তী বড়ুয়ার পরিচালনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে ।