প্রধান পাতা

বোয়ালখালীতে ফাতেমা সুইটসকে ১ লক্ষ টাকা অর্থদন্ড

(Last Updated On: )

অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, যথাযথ লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান মেশানোর কারণে বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নস্থ রাইখালী খাল সংলগ্ন ফাতেমা সুইটস এর ব্যবস্থাপক মোঃ কাইয়ুমকে নিরাপদ খাদ্য আইনে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ ১৭ আগষ্ট ২০২৫ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব মানোয়ার বেগম, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।

এসময় পোড়া তেল,ক্ষতিকর রঙ মেশানো খাদ্য ও বাসী মিষ্টির শিরা ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকেবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ ।