বোয়ালখালীতে মসজিদের ইমামের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ (১৬ আগষ্ট) শনিবার ভোর ৫টায় উপজেলা সদরের আমিন মোহাম্মদ সুবেদার বাড়ী জামে মসজিদের ইমাম মোহাম্মদ তায়েফ হোসেন (২২) এর এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ৪ জনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় রিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সুত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় ফজরের নামাজের পর ভোর ৫ টায় বাড়ী ফেরার পথে তুলাতল শিশুপার্কের সামনে পৌছলে বিবাদীরা কোন কারণ ছাড়াই ইমাম মো: তায়েফ হোসেনের উপর অতর্কিত হামলা করে।
মসজিদের মোতায়াল্লী এস এম নাজিম হামলাকরারীরা এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী, প্রায় সময় মসজিদেও ইমামকে বিভিন্ন হুমকী ধমকী প্রদান করে আসছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি ছলছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে
