বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদুল হক বলেছেন – সদ্য সমাপ্ত ভোটে এলাকার জনগন আমাদের যে ভালোবাসা দেখিয়েছেন প্রাণপণ প্রচেষ্টা ও আন্তরিক সেবা দানের মাধ্যম তাঁদের সে ভালোবাসার প্রতিদান দিয়ে যেতে চাই। আজ বুধবার শপথ গ্রহন উপলক্ষে সমবেত বোয়ালখালীর সর্বস্তরের জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর পিটিআই ভবনে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদুল হক, ভাইস চেয়ারম্যান মীর নএশাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ উম্মে সালমাকে
শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। শপথ গ্রহন শেষে বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়। এ সময় তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসাইন সজি্ব, অফিসার ইনচার্জ আসহাব উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইউ পি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
