চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দুই দশক পর চালু হয়েছে এক্স-রে মেশিন। এর মাধ্যমে এক্স-রে সুবিধা সেবা পাবেন রোগীরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় ডিজিটাল এ এক্স-রে মেশিনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম রাশেদুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। হাসপাতালের টেকনোলোজিষ্ট মো.আনসার জানান, ডিজিটাল এই এক্স-রে মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক রোগ নিরুপণ করা যাবে। সেবা গ্রহীতারা নির্ধারিত ফি দিয়ে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সেবা নিতে পারবেন।
সম্পৃক্ত খবর
‘আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতো মৌ ও পিয়াসা’
(Last Updated On: ) বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও সিসা জব্দ করা হয়। রোববার (১ আগস্ট) রাতে রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুই মডেলকে আটকের বিষয়টি […]
করোনায় চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু
(Last Updated On: ) গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এটি এখন পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদিন মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে ৭ জন উপজেলার এবং ৭ জন মহানগর এলাকার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। […]
বোয়ালখালীতে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে গলায় ফাঁস দিয়ে রাসু বড়ুয়া (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল পৌণে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাসু বড়ুয়া শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামের মনিন্দ্র লাল বড়ুয়া বাড়ির মৃত রাস বিহারী বড়ুয়ার ছেলে। স্থানীয় […]