বোয়ালখালী হাজি নুরুল হক ডিগ্রী কলেজের মালি মো.ইলিয়াছের বিরুদ্ধে কলেজের গাছ ণেয়ার অভিযোগে উঠেছে । এ নিয়ে মঙ্গলবার বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজের পরিচ্ছন্নকমী মো. আবদুল কাদের ।
অভিযোগ সুত্রে জানা যায়, কলেজের মালি মো. ইলিয়াছ গত ২৪ জুলাই দিন দুপুরে কলেজের বাউন্ডারির গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দশ হাজার টাকা ।
এ বিষয়ে অন্যান্য পরিচ্ছন্নকর্মী নুরু মিয়া নুরুল আবছার, মোরশেদ আলম,মনি রানী নাথ। প্রতিবাদ করলে তাদের হুমকি প্রদান সহ ভয়ভীতি দেখান ওই মালি ।
মালি মো. ইলিয়াছ জানান আমার কাজ হচ্ছে গাছের পরিচর্যা করা । গভনিং বডির সিদ্ধান্ত মোতাবেক গাছ কেটেছি ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, অভিযোগ নেয় হয়েছে ।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।