প্রধান পাতা

বোয়ালখালীতে পূজা পরিষদের রথযাত্রা পরিদর্শন

(Last Updated On: )

বোয়ালখালীতে বিভিন্নস্থানে রথযাত্রা পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (০১ জুলাই) সংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাসের নেতুৃত্বে উপজেলার শাকপুরা রাস বিহারী ধাম, মধ্যম শাকপুরা শিব মন্দির, হোরারবাগ গৌরনিতাই মন্দির, কনজুরি ইসকন মন্দির,কানুনগোপাড়া গৌরাঙ্গবাড়ী , কধুরখীল জগদানন্দ মিশন,পূর্বগোমদন্ডী লোকনাথ মন্দিরের রথযাত্রা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি,মিহির বিশ্বাস, সাধারণ সম্পাদক অধির দে, যিশু দে মেম্বার,শঙ্কর চন্দ, মেম্বার পরিমল চৌধুরী, মৃনাল কান্তি বিশ্বাস টিটু মেম্বার, কৃষ্ণ গোপাল দাশ, শঙ্কর দাশ রুমা নাথ,লিটু চৌধুরী, ডেজী চৌধুরী,দিলীপ চৌধুরী প্রমুখ।