প্রধান পাতা

বোয়ালখালীতে হাওলাপুরী ওরছ শরীফ আগামীকাল

(Last Updated On: )

দরবারে গাউছে হাওলা হযরত শাহসূফী মাওলানা সৈয়দ আবদুল কুদ্দুছ কেবলা (র:) পুত্র সূফী সম্রাট হযরত শাহ সূফী মাওলানা হযরত শিবলী আকবরী (র:) সাহেবের ২৮ তম ওরছ শরীফ আগামীকাল শনিবার ১১ ডিসেম্বর ২০২১ ইংরেজী বোয়ালখালীর আকুবদন্ডীস্থ দরবারে গাউছে হাওলা,হযরত শিবলী মঞ্জিলে অনুষ্ঠিত হবে ।

ওরছ শরীফে সকল মুরীদান, আশেকান ও ভক্তগনকে স্ববান্ধবে যোগদানের আহবান জানিয়েছেন পীর গদিন শীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, পীরজাদা সৈয়দ মূনিরুল কুদ্দছ আকবরী,শাহজাদা সৈয়দ ইশতিশাব কুদ্দুছ আকবরী, শাহজাদা সৈয়দ ইয়াজদান আকবরী ।