স্বাস্থ্য

স্তন ক্যান্সার প্রতিরোধের উপায়


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

স্তন ক্যান্সার একটি ভয়ংকর রোগ। কিন্তু যদি শুরুতেই চিকিৎসা করা যায় তবে ৯০ভাগ ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব।

আর প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার চিহ্নিত করার সহজ উপায়।  

  • নারীরা ২০ বছর বয়স থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে নিজের স্তন নিজে পরীক্ষা করতে হবে। যেভাবে করবেন
  • আয়নার সামনে কাধ সোজা করে দাঁড়ান, কোমরে হাত রাখুন ও আপনার স্তনের আকার, আকৃতি ও রং লক্ষ্য করুন স্তনের কোথাও ক্ষত অথবা লাল স্থান অথবা ফোলা লাগছে কিনা এটাও দেখুন 
  • আপনার ডান হাত দিয়ে বাম স্তনে চাপ দিন। এক্ষেত্রে আপনার হাতের আঙুলগুলো একসঙ্গে ব্যবহার করুন (হাতের তালু নয়)। ধীরে ধীরে চাকতির মতো করে হাত ঘুরান ও অনুভব করুন। একই ভাবে বাম হাত দিয়ে ডান স্তন পরীক্ষা করুন।

প্রতিরোধে যা করতে পারেন- 
•    জন্মনিরোধক বড়ি অল্পবয়স হতে ও বহুদিন (১০ বছরের বেশি সময়) ধরে না খাওয়া
•    সন্তানকে বুকের দুধ পান করান
•    টাটকা শাক-সবজি ও ফল খান
•    সন্দেহ হলে ক্যান্সার সার্জনের শরণাপন্ন হন
•    ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন।
 
মনে রাখবেন, ব্যথাবিহীন স্তনের চাকা/দলা/গোটা দেখা দিলে বা স্তন বা নিপলে আকার ও আকৃতির যে কোনো ধরনের পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।