বিনোদন

হাতজোড় করে ক্ষমা চাইলেন শাওন


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হেয় করা হয়েছে-এমন অভিযোগে সমালোচনার মুখে পড়েছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত ঈদের নাটক ‘ঘটনা সত্য’। এ ঘটনায় ভীষণভাবে মর্মাহত হয়েছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। একজন শোবিজের কর্মী হিসেবে বিশেষ শিশুদের বাবা-মায়ের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন তিনি।

এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী বলেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশ মিডিয়া জগতের একজন অভিনয়শিল্পী, পরিচালক এবং প্রযোজক হিসাবে সম্প্রতি প্রচারিত সিএমভি প্রযোজিত এবং নগদ নিবেদিত রুবেল হাসান পরিচালিত “ঘটনা সত্য” নামক অসংবেদনশীল নাটকটির জন্য আমার পরিচিত-অপরিচিত সকল বিশেষ শিশুদের কাছে এবং তাদের মা বাবার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। শিল্পী হওয়া তো দূরের কথা, ভিউ আর ফলোয়ারের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে আমরা বোধহয় মানুষও হতে পারলাম না!’

এর আগে দর্শক ও নানা মহলের আপত্তি এবং প্রতিবাদের মুখে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় ‘ঘটনা সত্য’ নাটকটি। এর নির্মাতা রুবেল হাসান সবার পক্ষ থেকে একটি বিবৃতিও দিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত। সেই সঙ্গে উপলব্ধি করেছি বিধায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছি। এখন নাটকটির প্রয়োজনীয় সংশোধন চলছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি আমরা ভালোবাসা জানাই এবং ক্ষমা প্রার্থনা করি। এবং কথা দিচ্ছি, ভবিষ্যতের কাজগুলোতে এ বিষয়ে সঠিক বার্তা দেবো। ধন্যবাদ আপনাদের মূল্যবান সমর্থনের জন্য।’

উল্লেখ্য, ‘ঘটনা সত্য’ নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন মঈনুল সানু। ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।