বিনোদন

হাসপাতালে হিরো আলম


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের পূবাইলে একটি হাসপাতালে ভর্তি হন হিরো আলম। তার পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমার পায়ে ফোঁড়া হয়েছে। সেটি ইনফেকশন হয়ে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছে। এখন আগের তুলনায় ভালো আছি।’

তিনি আরও জানান, কয়েকদিন তাকে হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শে টানা দশ দিন তিনি বিশ্রামে থাকবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটি সম্প্রতি কণ্ঠ দিয়েছেন হিরো আলম। সিংহলী ভাষার এই গানের সঙ্গে রিমেক করে তিনি গেয়েছেন বাংলা গানও। গেয়েছেন সৈয়দ আব্দুল হাদীর ‘তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া’, পলাশের কণ্ঠে জনপ্রিয় পাওয়া ‘আজ পাশা খেলবো রে শ্যাম’, আব্দুল আলীমের ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ গানগুলো। হিরো আলমের ‘মানিকে মাগে হিথে’ রিমেক ভার্সনের সংগীত করেছেন রেজা আর ভিডিওতে ছিলেন লিমন।

গানটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘এই গান যে আমার নিজের ভালো লাগা থেকে গেয়েছি, তা নয়। অন্তত এক লাখের ওপর মানুষ আমাকে গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছেন। এরমধ্যে পশ্চিমবঙ্গের অনেক রয়েছে। মধ্যপ্রাচ্যের ও বিভিন্ন দেশের বাঙালি ভাইয়েরাও অনুরোধ করেছেন। পাশাপাশি দেশের দর্শক-শ্রোতা তো আছেই। আপনারা তো জানেন, আমার ১১ লাখের পেজ রয়েছে, সেখানেই প্রতিদিন হাজার হাজার মেসেজ আসতো। যার কারণে গানটা না বুঝলেও কষ্ট করে গেয়েছি।’