জাতীয়

২ প্রার্থীর ভোট সমান, লটারিতে ভাগ্য নির্ধারণ

(Last Updated On: )

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একটি সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, তাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।

চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনটি সাধারণ সদস্য এবং দুটি সংরক্ষিত নারী সদস্য পদে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করেন। এতে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পান। এরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও নাসিকের মেয়র সেলিনা হায়াত আইভির ভগ্নিপতি জাহাঙ্গীর আলম। তারা দুজন ১৫টি করে ভোট পেয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন পেয়েছেন ৩ ভোট।

সংরক্ষিত নারী কোটায় জিতেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানির স্ত্রী সাদিয়া আফরিন।

দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ১ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার।