বোয়ালখালীতে সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা তাদের টিকা নিবন্ধনের ৮ম তম দিনে ধোরলা ৯নং ওয়ার্ড এ প্রতিকূল সংঘের সহযোগিতায় কালী মন্দির প্রাঙ্গনে সম্পন্ন হয়।
গতকাল (১লা আগষ্ট) রোজ রবিবার টিকা নিবন্ধন সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৩ টা নাগাদ একটানা চলে। এই সময় এলাকার প্রায় দেড় শতাধিক মানুষ নিবন্ধিত হয়।
এতে পাঠশালা সদস্য সচিব গৌরব মজুমদার রন্টি, রানা দত্ত, জয় নন্দী, বিজয় চক্রবর্তী এবং সুব্রত দত্ত রাজু অংশ নেন।