জাতীয়

বিচারকদের বিদেশ ভ্রমণে বিরত থাকার নির্দেশ


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাবে এড়াতে ও সরকারের ব্যয় সংকোচনে এবার নিম্ন আদালতের বিচারকদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণের আবেদন না করার নির্দেশ জারি করেছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (১৯ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান এ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নিম্ন আদালতের বিচারকরা বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। বিচারপ্রার্থী জনগণের দ্রুত বিচারিক সেবা দিতে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহার করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি।

এর আগে গত সোমবার সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে অর্থ মন্ত্রণালয়।