না ‘অজানাকে জানতে হবে। অচেনাকে চিনতে হবে। অজানাকে জানতে পারলেই প্রকৃত মানুষ হওয়া যায়। তাই শিক্ষা অর্জনে ফাঁকি থাকলে চলবে না। নয়তো কর্মজীবন ফাঁকিতে ভরে যাবে।’ গতকাল শুক্রবার বিকেলে বোয়ালখালী সদরের একটি কমিউনিটি সেন্টারে ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলা শাখা আয়োজিত এসএসসি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। সংগঠনের সভাপতি হিমেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমরেড সুনীল চক্রবর্তী ফাউন্ডেশনের উপদেষ্টা শুভ্রা চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক কানাই দাশ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আজাদ, জামাল আব্দুল নাসের, তাপস চক্রবর্তী, উদীচী বোয়ালখালী শাখার সভাপতি ডা.অসীম চৌধুরী, এডভোকেট শওকত আলী, অধ্যাপক নাজিম মুরাদ, শহীদুল ইসলাম, সেহাব উদ্দীন সাইফু, অলক দাশ, ডা. মিহির বড়ুয়া, মহিব উল্লাহ খান, এডভোকেট শৈবাল আদিত্য, মৃত্যুঞ্জয় দাশ, শ্যামল চৌধুরী, সুকান্ত শীল, সাজ্জাদ হোসেন ও অনুপম বড়ুয়া পারু।
অনুষ্ঠানের শুরুতে বোয়ালখালী পৌরসভা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিয়া মল্লিকের পরিচারনায় কৃতি শিক্ষার্থীদের সাংষ্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সরোজ বড়ুয়া পল্লব, পাপড়ী দত্ত,পূজা দে, পুষ্পিতা তালুকদার, আনিকা বড়ুয়া, ত্রয়ী পাল,কান্তা দেবী, ঐশী দে,অভয় তালুকদার,নিশিতা চৌধুরী। আবৃত্তি পরিবশেন করে নাজমা আকতারও ইসরাত নিহাল।জান্নাতুল ফেরেদৌস এর পরিচালনায় কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভুতি প্রকাশ করেন অপূর্ব চক্রবর্তী , জান্নাতুল মাওয়া রেশমী,মহিউদ্দিন জিসান,নিলয় চৌধুরী, জ্যোতি চৌধুরী, আবদুল মাজেদ মাহি ।
অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের বই ও সনদ উপহার দেন অতিথিবৃন্দ।