করোনাভাইরাসের কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে তিনটি বিল পাস হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) এ বিল পাস হয়।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দ্রুতই গেজেট প্রকাশের পর ফলাফল দেওয়া হবে।
বিদ্যমান আইনে পরীক্ষা নেওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়ার বিধান রয়েছে। কিন্তু সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশের বিধান রাখা হয়েছে।