চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম আশরাফ উদ্দিন কাজল। বৃহস্পতিবার (১৯ মে) সমিতির ২৯তম বার্ষিক সাধারণ সভায় নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলার এলাকা পরিচালকগণ ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে এসএম আশরাফ উদ্দিন কাজল দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তারা।
