জাতীয়

পটকা মাছ খেয়ে দম্পতির মৃত্যু, অসুস্থ ৩ মেয়ে

(Last Updated On: জানুয়ারি ৭, ২০২১)

কিশোরগঞ্জের ইটনায় পটকা মাছ খেয়ে লনা মালাকার (৫০) ও তার স্ত্রী সঞ্চিতা মালাকারের (৪০) মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়েছে এক শিশুসহ তাদের তিন মেয়ে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ইটনা পূর্ব গ্রামের বাসিন্দা লনা মালাকার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পটকা মাছ দিয়ে ভাত খায়। এর কিছুক্ষণ পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মাঝ রাতে বাড়িতেই মারা যান লনা মালাকার। অন্যদের বুধবার (৬ জানুয়ারি) ভোরে ইটনা হাসপাতালে নেয়ার পর সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।