জাতীয়

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

(Last Updated On: জানুয়ারি ৩১, ২০২১)

রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে মিরপুর-১ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না।

মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান বলেন, ‘সকাল ৮টা থেকে কোরিয়ান জিনস ম্যানুফেকচারিং কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’