বোয়ালখালীতে ইমাম হাছান সিফাত, (১১) নামের এক ছেলে ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন।এ ঘটনায় রোববার (৭ ফেব্রুয়ারি) নিখোঁজ সিফাতের মা সাজেদা বেগম সাজু থানায় সাধারন ডায়েরী করেছেন।
নিখোঁজ ইমাম হাছান সিফাত (১১) উপজেলার পূর্ব গোমদন্ডী, ৬নং ওয়ার্ড এলাকার ইউনুচ কন্ট্রাক্টরের ছেলে । এদিকে ছেলের খোঁজে ও অজানা আশঙ্কায় বাবা-মাসহ নিকটাত্মীয়রা হতাশায় হয়ে পড়েছেন।
নিখোঁজ সিফাতের মা সাজেদা বেগম সাজু জানান, গত ১ ফেব্রুয়ারি ৩টার দিকে খেলার জন্য বাহির হয়ে ঘরে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোন হদিস মেলেনি।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম বলেন, নিখোঁজদ্বয়ের পরিবারের পক্ষ হতে জিডি দায়েরের পর বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে। পুলিশী তৎপরতা অব্যাহত আছে।