প্রধান পাতা

বোয়ালখালী শারদীয় দুর্গোৎসবে লোকনাথ ব্রক্ষচারী সেবক সংঘের বস্র বিতরণ

(Last Updated On: )

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লোকনাথ ব্রক্ষচারী সেবক সংঘ বোয়ালখালী উপজেলা শাখার উদ্যেগে সংগঠনের নিবন্ধনকৃত ১৪ টি লোকনাথ মন্দিরের সেবায়েতকে শাল বস্র ও ১২ টি লোকনাথ মন্দিরকে একদিনের খরচ বাবদ প্রণামী প্রদান। এবং বেশ কিছু সংখ্যক সর্বজনীন শারদীয় দূর্গাপূজা মন্ডপকে প্রণামী প্রদান করা হয়। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচী অনুষ্টিত হয়। এ সময় উপস্হিত ছিলেন, সুবল দাশ, উৎপল দও, রুপাল চৌধুরী, বাবলু কুমার ঘোষ, অমর চৌধুরী, নিউটন দাশ, বিধান মোহরের, টিংকু দে, প্রকাশ শীল, সুজন নন্দী, রোমেল শীল, রাজীব চৌধুরী, সনজীব চৌধুরী মনি, দীপেন চৌধুরী, সুমন কর, বাপ্পু মল্লিক, উওম ধর, প্রকাশ ঘোষ প্রমুখ।