সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩ নং বড় করিমপুর (কসবা) ইউনিয়ন এর খাদ্যপন্যসহ (চাল, ডাল, আলু, তেল, লবন, পেয়াজ) নগদ অর্থ বিতরণ করেছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় পাঠশালা’র চট্টগ্রামের পক্ষ থেকে পাঠশালা’র প্রস্তাবিত রংপুর ইউনিটের সদস্যরা যৌথভাবে এই বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ বিষয়ে পাঠশালা’র মুখপাত্র কিশোর দে জানান, আমাদের কার্যক্রম আগামিতে দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাড়াঁনোর লক্ষ্য হিসেবে আমরা চট্টগ্রামের বাইরে আমাদের কার্যক্রম ধীরে ধীরে প্রসারিত করার জন্য কাজ করছি। তারই অংশ হিসেবে পাঠশালা বর্তমানে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় মাঝিপাড়া গ্রামে দূর্বিত্তদের দেয়া আগুনে গৃহহারা অসহায় মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
এতে পাঠশালা’র প্রচার ও প্রকাশনা প্রতিনিধি জয় নন্দী, বিজয় চক্রবর্তী ছাড়াও প্রস্তাবিত পাঠশালা রংপুর ইউনিটের সেচ্ছাসেবক তানজিলা তাসমিন, রায়হান, মাহিন, সুমন, রাসেল অংশ নেন।