ময়মনসিংহ ও ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে তিনজন মারা গেছেন। তাদের দুজন নারী ও এক শিশু। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার বিকেলের মধ্যে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ে দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশকাম প্রহরী মো. জাকির হোসেনের স্ত্রী পারুল আক্তার (৩৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামে আকালু চন্দ্রের মেয়ে সুভ্রতা জুই (৯) ও একই উপেজেলার পাড়িয়া ইউনিয়নের নিটলডোবা গ্রামের জয়নালের স্ত্রী সাহারা বানু (৩৯)।