জাতীয়

হারের পর কান ধরে পুকুরে ডুব, ভোট না করার প্রতিজ্ঞা

(Last Updated On: জানুয়ারি ১৮, ২০২১)

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে হেরে যাওয়ার কান ধরে পুকুরে ডুব দিয়ে আর ভোট না করার প্রতিজ্ঞা করেছেন কাউন্সিলর প্রার্থী মকলেছুর রহমান। রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ওয়ার্ডের লোকজনের সামনে তিনি এ প্রতিজ্ঞা করেন।

শনিবার (১৬ জানুয়ারি) গাংনী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে পাঁচ ও কাউন্সিলর পদে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে মোকলেছুর পান মাত্র ১২৫ ভোট।

মকলেছুর রহমান জানান, দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের লোকজন তাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য বলেন। যারা নির্বাচনে দাঁড়াতে উৎসাহ দিয়েছিলেন তারাই তাকে ভোট দেননি।

এ কারণে আর কোনোদিন নির্বাচনে অংশ নেবেন না বলে জানান তিনি।