জাতীয়

অভিজিৎ রায় স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

(Last Updated On: )

ব্লগার ও লেখক অভিজিৎ রায় স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে প্রগতিশীল সংগঠনগুলো। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের গেটের পাশে যেখানে ২০১৫ সালের এদিনে হামলার শিকার হয়েছিলেন সেখানেই এ কর্মসূচি পালিত হয়েছে।

ডিজিটাল ব্যানারে বসানো হয়েছে অভিজিৎ রায়ের ছবি। শ্রদ্ধার ফুল দিয়ে লেখা হয়েছে অভিজিৎ স্মরণ।

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে লাগানো ব্যানারে লেখা হয়েছে অভিজিৎ রায়রা হারলে হারবে বাংলাদেশ। শ্রদ্ধা নিবেদন করেছেন অভিজিতের ভাই অনুজিৎ রায়। এসময় তিনি বলেন, দেরিতে হলেও আমার ভাই হত্যার রায়টা হয়েছে। আমি চাই রায়টা যাতে অবিলম্বে কার্যকর হয়। শুধু রায় কার্যকর করাটা যথেষ্ট না, আমি মনে করি পুলিশ প্রশাসনের দায়িত্ব আরো বেড়েছে। এ হত্যাকাণ্ডের মূল আসামি তাদের যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। না হলে প্রতিশোধপরায়ণ হয়ে আমাদের পরিবারের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মূল যারা হোতা তাদের যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং রায় কার্যকর করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মিছিল সহকারে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স।