বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাতপরিচয় আট শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়েছে।
সোমবার (১৭ ফেরুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।
অজ্ঞাতপরিচয় এ শহীদদের ছবি পুলিশ হেডকোয়ার্টার্সে সংরক্ষিত রয়েছে। তাদের শনাক্ত করার লক্ষ্যে কারো কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।