আন্তর্জাতিক

অস্ত্রপচারের সময় কান্না করায় জরিমানা আদায়!

(Last Updated On: )

আঁচিল অপসারণের জন্য হাসপাতালে অস্ত্রপচার করাতে যান এক নারী। এ সময় খানিকটা ভয় পেয়ে কেঁদে ফেলেন তিনি। অস্ত্রপচার শেষে যখন হাতে বিল ধরিয়ে দেওয়া হয় তখনই চক্ষু চড়কগাছ তার। কারণ, অস্ত্রপচারের খরচ ছাড়াও কান্না করায় অতিরিক্ত ১১ ডলার ফি কেটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মিডজ নামে মার্কিন ওই নারী বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায় ‘ব্রিফ ইমোশন’ এর জন্য ১১ ডলার কেটে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমন বিষয়ে সবাই বিস্মিত হন। ব্যবহারকারীরা এটিকে অযৌক্তিক ও হাস্যকর বলে অভিহিত করেছেন।

এ বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন ওই নারী। তাকে জানানো হয়, অস্ত্রোপচারের সময় কেঁদেছিলেন বলেই এই টাকা দিতে হবে তাকে। ইতিমধ্যে ফেসবুকে এক লাখেরও বেশি বার এই পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে এবং ১০ হাজারের বেশি বার রি-টুইট করা হয়েছে।