সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবির পোজ দিয়ে ভাইরাল হওয়া সাংসদ রেজাউল করিম বাবলুকে তার সম্পদের বিবরণী চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চিঠিতে ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদেরকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
এমপি রেজাউল করিম বাবলু সংসদীয় আসন ৪২ বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য। তিনি রবিবার সন্ধ্যায় দুদকের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।