জাতীয়

আজ বিশ্ব খাদ্য দিবস

(Last Updated On: )

আজ শনিবার বিশ্ব খাদ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’। ভালো উৎপাদন, ভালো পুষ্টি, ভালো পরিবেশে উন্নত জীবন এই লক্ষ্যকে সামনে রেখে আজ পালন করা হচ্ছে দিবসটি। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার, কারিগরি সেশন, জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে আজ চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।