জাতীয়

আল জাজিরার অপপ্রচারের নেপথ্যে কারা, খোঁজা হচ্ছে

(Last Updated On: )

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ–বিদেশে কারা জড়িত, তা খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। আল জাজিরার আজগুবি প্রতিবেদনও মিথ্যা বলে প্রমাণিত হবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন। দেশ–বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

কাদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল। এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।