বর্তমান সময়ের সেরা তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তার জীবন-যাপন ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পর্তুগিজ তারকার লাইফস্টাইল দেখে মুগ্ধ হবেন যে কেউই। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত সমর্থকের সংখ্যা অগণিত। বিশ্বের একমাত্র মানব হিসেবে ইনস্টাগ্রামে ৩৫ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। এই তালিকায় তার আশেপাশেও নেই কেউ।
চলতি বছরের জুনে ইউরো চলাকালে ৩০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছিলেন রোনালদো। জানুয়ারিতে যা ছিল ২৫ কোটি। সব মিলিয়ে চলতি বছর তার নতুন ইনস্টাগ্রাম ফলোয়ার হয়েছে ১০ কোটিরও বেশি। ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তার ধারেকাছেও নেই। ২৭ কোটি ফলোয়ার নিয়ে এই তালিকায় দ্বিতীয় সেরা ফুটবলার আর্জেন্টাইন ফরোয়ার্ড।