মাদারীপুরের ডাসারে বাবুল মল্লিক (৪৮) নামের এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার নবগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মল্লিক উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামের রসরাজ মল্লিকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মল্লিক প্রায় তিন বছর আগে একই গ্রামের হাকাই শিকদারের ছেলে লিটন শিকদারের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ৫ হাজার টাকা সুদে ধার নেন। বাবুল তিন বছরেও সেই টাকা পরিশোধ করতে পারেননি। পাওনা টাকার জন্য নিয়মিত বাবুলকে চাপ দিয়ে আসছিলেন লিটন। এ ঘটনায় মানসিক চাপে বাবুল আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে।
আজ সকালে বাবুলের লাশ তার বাড়ির পাশে একটি আম গাছের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলি মল্লিক বলেন, ‘অভাবে পড়ে লিটন শিকদারের কাছ থেকে ৫ হাজার টাকা সুদে নেয় আমার স্বামী। আমরা সুদে আনা সেই ৫ হাজার টাকা ফেরত দিতে পারিনি। সে ৫ হাজার টাকার জায়গায় ৫ লাখ বসাইয়া আমাদের জমি দখল করছে। এটা দেখে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে। আমরা লিটন শিকদারের বিচার চাই।’
লিটন বলেন, ‘বাবুল মল্লিকের কাছে আমি সুদে কোনো টাকা লাগাইনি। তবে আমার কাছে তার চাষের জমি বন্ধক রেখে কিছু টাকা নিয়েছে। এখন তার পরিবার অপপ্রচার করছে যে, সুদের টাকার জন্য আমি তাদের জমি দখল করছি।’
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগর ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।