করোনার টিকা নিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। আজ শনিবার দুপুর ১২ টায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এই টিকা নেন।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান, সাংবাদিক সিরাজুল ইসলাম, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদের কেন্দ্রীয় সাবেক সভাপতি শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডু, দৈনিক আজাদীর সহ-সম্পাদক শাহেদ হাসান প্রমুখ। করোনার টিকা নিয়ে আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ) বলেন, ‘প্রথমদিকে করোনার টিকা নিতে মানুষের আগ্রহ কম থাকলেও বর্তমানে সবাই এই টিকা নিচ্ছে। তাই কোনো রকম ভয়ভীতি না রেখে সবার করোনার টিকা নেয়া দরকার।’ বিজ্ঞপ্তি