প্রতি মৌসুমে বৃষ্টি আর মালবাহী গাড়ি চলাচলের ফলে স্বল্প সময়ে খারাপ হয়ে যায় রাস্তা। এ ঝামেলা থেকে রেহাই পেতে এবার রাস্তার পিচ তৈরিতে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মেশানোর পরিকল্পনা করেছে কলকাতা পৌরসভা। ইতোমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে এই কাজও শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বেহালার নেতাজি সুভাষ রোডের কিছু অংশ এই নতুন প্রযুক্তিতে করা হয়েছে। সামান্য বৃষ্টিতেও পানি জমে সেই রাস্তায়।
জমে থাকা পানির কারণে পিচের প্রলেপ উঠে ইট বেরিয়ে যায়। প্যাচওয়ার্ক করে সাময়িকভাবে সরিয়ে দিলেও বেশিদিন টেকে না সেসব। তাই এবার পিচের সঙ্গে প্লাস্টিক মেশানোর কথা চিন্তা করেছেন পৌরসভার সড়ক বিভাগের কর্মকর্তারা।
প্রতি মৌসুমে বৃষ্টি আর মালবাহী গাড়ি চলাচলের ফলে স্বল্প সময়ে খারাপ হয়ে যায় রাস্তা। এ ঝামেলা থেকে রেহাই পেতে এবার রাস্তার পিচ তৈরিতে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মেশানোর পরিকল্পনা করেছে কলকাতা পৌরসভা। ইতোমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে এই কাজও শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বেহালার নেতাজি সুভাষ রোডের কিছু অংশ এই নতুন প্রযুক্তিতে করা হয়েছে। সামান্য বৃষ্টিতেও পানি জমে সেই রাস্তায়।
জমে থাকা পানির কারণে পিচের প্রলেপ উঠে ইট বেরিয়ে যায়। প্যাচওয়ার্ক করে সাময়িকভাবে সরিয়ে দিলেও বেশিদিন টেকে না সেসব। তাই এবার পিচের সঙ্গে প্লাস্টিক মেশানোর কথা চিন্তা করেছেন পৌরসভার সড়ক বিভাগের কর্মকর্তারা।