চট্টগ্রাম

কানে হেডফোন, ঢাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল তরুণী

(Last Updated On: )

ঢাকার মগবাজারে ট্রেনে কাটা পড়ে উষা বড়ুয়া (২৮) নামে এক তরুণী প্রাণ হারিয়েছেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের বাসিন্দা রতন বড়ুয়ার মেয়ে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলক্রসিং পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বজনেরা জানান, সকালে উষা কর্মস্থলে যাচ্ছিলেন। কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় অসচেতনতার কারণে তিনি ট্রেনে কাটা পড়েন।

প্রতিবেশী অজয় বড়ুয়া জানান, উষা ঢাকায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিডিডিআর,বিতে ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি সেখানে যোগ দেন। এর আগে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন উষা বড়ুয়া। হঠাৎ এ দুর্ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।