জাতীয়

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল

(Last Updated On: )

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য করেছে সরকার।

সোমবার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদে পরিচালক এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে ১৭ জানুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১ মার্চ আহমেদ জামালকে তিন বছরের জন্য ডেপুটি গর্ভনর পদে নিয়োগ দেয় সরকার। তার আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন।